সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ , ৮ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ রোববার (৮মার্চ) সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে একটি র্যালি বের হয়। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন সরাইল উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারি কলেজের প্রভাষক মার্জিয়া খানম, উপজেলা মৎস অফিসার মোছাঃ মায়মুনা, উপজেলা এল জি ইডি অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোছাঃ নাজমা বেগম , সমাজসেবা অফিসার মোঃ নাইম মৃধা, উপজেলা সমবায় অফিসার মোঃ আলমগীর হোসেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সরাইল থানার এস আই মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন