১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইলে ৪ ভুয়া পুলিশ ও ম্যাজিষ্ট্রেট আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতারনার দায়ে ৪ ভুয়া পুলিশ ও ম্যাজিষ্ট্রেটকে আটক করেছেন সরাইল থানা পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট এবং ওয়াকিটকি ওয়ারলেছ সেট উদ্ধার করা হয়েছে। বুধবার(৯ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশ ও ম্যাজিষ্ট্রেট স্টিকার‍যুক্ত একটি গাড়ীযোগে ৪ ব্যক্তি হাসপাতাল মোড়ে অবস্থানকালে তাদের আচরনে স্থানীয় জনমনে সন্দেহ হয়। এ সময় খবর পেয়ে সরাইল থানার এস আই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এসআই মোহাম্মদ আবু ইউসুফ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে বিভিন্ন স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট, ওয়াকিটকি ওয়ারলেছ সেট নিজ হেফাজতে রাখিয়া পুলিশ ও ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে প্রতারনার দায়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।
আটককৃতরা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার মৃত ইসমাইল ভূঁইয়ার পুত্র রফিকুল ইসলাম (৩৮), বরগুনা জেলা সদরের গর্জনবুনিয়া খা বাড়ীর মৃত কাশেম আলীর পুত্র লিটন মিয়া(২৮), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া উত্তর হাটির মৃত তোয়াজ উদ্দিন এর পুত্র মিজান মিয়া(৩২) ও একই এলাকার নুর মিয়ার পুত্র মোঃ জহির মিয়া(৪০)। এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের মধ্যে রফিকুল ইসলাম ও লিটন মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে সরাইল থানা সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন