৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন  ৫ চেয়ারম্যান প্রার্থী, ৩ পদে প্রতিদ্বন্দী ১৬জন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ , ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে

সরাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন  ৫ চেয়ারম্যান প্রার্থী, ৩ পদে প্রতিদ্বন্দী ১৬জন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করল স্বেচ্ছায় মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন ৫ জন চেয়ারম্যান প্রার্থী। এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন এর প্রার্থীতা বহাল থাকায় মোট ১৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করনেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

সোমবার(২২ এপ্রিল) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলে সরাইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। দলীয় হাইকমান্ডের নির্দেশে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বিএনপি নেতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

এছাড়া মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ নেতা মো: শাহেদ আলম বাবুল, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজিম উদ্দিন ভাষানী ও জেলা মৎস্যজীবী লীগ নেতা সেলিম খন্দকার।

নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দি ৬ জন প্রার্থী হলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহি কমিটির সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফ মিয়া, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,  ইউপি যুবলীগের সাবেক সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট মোখলেছুর রহমান  এবং উপজেলার সদর ইউনিয়নের সাবেক মেম্বার ও সমাজসেবক মো: জামাল মিয়া।

 ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি ৬ জন হলেন সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো: হোসেন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হানিফ আহমেদ সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ হাফেজ আলতাফ হোসেন, মো: সোহেল মিয়া, মো: কাউছার মিয়া ও মো: এনাম খান ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি ৪ জন হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, শামীমা আক্তার, আবেদা বেগম ও  শিরিনা আকতার।

 ঘোষিত তফছিল অনুযায়ী,  মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২২ এপ্রিল।  মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রার্থীদের নামে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। আগামী ৮মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন