২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইলে আওয়ামী লীগ নেতার বিরোদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কির বিরোদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে আজ রোববার(২২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিছ আলীর সভাপতিত্বে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া। বক্তব্য রাখেন সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আরব আলী, বীর মুক্তিযোদ্ধা শাহ রহমত আলী, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, ইউপি মেম্বার মোঃ শাহ আলম মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম শেলভী প্রমুখ। আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী মোঃ ইসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আবু মোছা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার আলী, বীর মুক্তিযোদ্ধা একে শামছুল হক, ছাত্রলীগ নেতা মোঃ সানা উল্লাহ গিয়াস উদ্দিন সেলুসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরব্বী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ফরহাদ রহমান মাক্কি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হওয়ার পর থেকেই একটি কুচক্রি মহল তার বিরোদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে মাক্কিকে ছোট করার জন্য একটি জাতীয় দৈনিকে মাক্কির বিরোদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য গত ৯সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে সরাইল উপজেলার রাজাকারদের তালিকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়াই ফরহাদ রহমান মাক্কির প্রভাবে উপজেলা প্রশাসন শীর্ষ রাজাকারদের বাদ দিয়ে ওই তালিকা প্রণয়ন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন