৭ মাস পর পিতার কোলে ফিরে এলেন নিখোঁজ প্রতিবন্ধী মীর আহাদ আলী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
৭ মাস পর পিতার কোলে ফিরে এলেন নিখোঁজ প্রতিবন্ধী মীর আহাদ আলী
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
দীর্ঘ ৭ মাস নিখোঁজ থাকার পর পিতার কোলে ফিরে এলেন নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী কিশোর মীর আহাদ আলী (১৪)। দীর্ঘদিন ধরে অনেক খোঁজাখোঁজি করেও যখন আহাদ আলীর কোনো সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা তখন লিটন নামের এক পিকআপ ভ্যান চালকের মাধ্যমে আহাদ আলীর সন্ধান পেয়ে স্বজনরা আনন্দে আত্বহারা হয়ে ওঠে। অবশেষে পিতার কোলে ফিরে এলেন নিখোঁজ প্রতিবন্ধী মীর আহাদ আলী। শারীরিক প্রতিবন্ধী মীর আহাদ আলী সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মীরা পাড়ার বাসিন্দা ও সরাইল বিকাল বাজারের জুতা ব্যবসায়ী মীর হাকিম আলীর পুত্র।
সোমবার (১০ এপ্রিল) বিকালে প্রতিবন্ধী মীর আহাদ আলীর বড় ভাই মীর শাহাদ আলী এ প্রতিবেদককে বলেন, ছোটবেলা থেকেই আহাদ আলী শারীরিক ও মানসিক বুদ্ধি প্রতিবন্ধী হলেও স্বাভাবিকভাবে হাটাঁ-চলাফেরা করতে পারে।
গত ৭ মাস আগে বাড়ি থেকে সে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখোঁজি করেও আহাদ আলীর কোনো সন্ধান না পেয়ে সরাইল থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করা হয়। রোববার( ৯ এপ্রিল) উপজেলা সদরের ছোট দেওয়ানপাড়ার পিক আপ ভ্যান ড্রাইভার লিটন মিয়া গাড়িযোগে মালামাল নিয়ে সরাইল থেকে চট্রগ্রাম বন্দর এলাকায় যান। আছরের নামাজ পড়তে সেখানকার একটি মসজিদে তিনি গিয়ে আমার ছোট ভাইকে দেখে চিনতে পেরে আমাকে ফোনে জানান। আমাদের অনুরোধে পিকআপ ভ্যান চালক লিটন আমার ছোট ভাই নিখোঁজ আহাদ আলীকে চট্রগ্রাম বন্দর এলাকার ঐ মসজিদ থেকে আমাদের বাড়িতে নিয়ে আসেন ।
দীর্ঘ দিন পর মীর আহাদ আলীকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পিকআপ ভ্যান চালক লিটন মিয়াকে ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন