৭৯ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় ইকোনো কাউন্টারের সামনে থেকে বোরকা পরা ২জন মাদক পাচারকারী যুবককে আটক করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (১৭ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দেহ তল্লাশি করে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন পুলিশ। আটককৃতরা হলেন নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়ার জুয়েল মিয়ার পুত্র এমরান (২৫) ও একই এলাকার শরীফ মিয়ার পুত্র সবুজ (২০)। তারা চান্দুরা থেকে নারায়ণগঞ্জের ভুলতা যাচ্ছিল।
খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অভিনব কায়দায় বোকরা পরিহিত অবস্থায় ২জন যুবক মাদক নিয়ে যাচ্ছে। তখন আমরা তাদের দেহ তল্লাশি করে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করি। যাহার অনুমান মূল্য ১লক্ষ ৫৮হাজার টাকা। আমরা
মহাসড়ক দিয়ে মাদক পাচার বন্ধ করতে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমাদেরএ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন