৫(পাঁচ) বছরেও সরাইল উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি, দলীয় কার্যক্রমে স্তবিরতা, নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ , ২ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠনের দীর্ঘ ৫(পাঁচ) বছর অতিবাহিত হলেও অদ্যাবদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ নিয়ে এখানকার তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ৪১সদস্যের আংশিক কমিটি দিয়েই ঢিমেতালে চলছে এখানকার যুবদল। অনুসন্ধানে জানা যায়, ২০১৪সালের ২২জুন মোঃ নাজমুল আলম খন্দকার মুন্নাকে সভাপতি ও মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্যের সরাইল উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়। তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ মনির হোসেন উক্ত কমিটি অনুমোদন করেন। বর্তমানে উক্ত কমিটির অনেক সদস্য বিদেশে অবস্থান করছেন বলে দলীয় সূত্র নিশ্চিৎ করেছেন। বাংলাদেশ যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ ১০১ সদস্যের উপজেলার পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২বছর হলেও ৪১সদস্যের আংশিক কমিটির বয়স এখন ৫বছর ১মাসের অধিক। একদিকে দীর্ঘ পাচঁ বছরেও পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন না হওয়া অন্যদিকে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আংশিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটির কার্যকারিতা নিয়েও নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়া কমিটির একাধিক সদস্যের বিদেশ গমন, আভ্যন্ত্রীণ গ্রুপিং কোন্দলের পাশাপাশি দীর্ঘ দিন ধরে আংশিক কমিটির সম্মিলিত প্রচেষ্টায় দলীয় তেমন কোনো কার্যক্রম পালন না করায় উক্ত কমিটির অনেক সদস্যই রয়েছেন নিষ্ক্রিয়। আভ্যন্তরীন কোন্দলের লাগাম টেনে সবাইকে ঐক্যবদ্ধ করে দ্রুত সরাইল উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঝিমিয়ে পড়া সরাইল উপজেলা যুবদলের রাজনৈতিক কর্মতৎপরতায় প্রাণ সঞ্চার করতে জেলা যুবদলসহ সংশ্লিষ্ট দলীয় উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা।
আপনার মন্তব্য লিখুন