৩৮ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় শীর্ষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
৩৮ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় শীর্ষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ
এসএসসি পরীক্ষা-২০২২ এর প্রকাশিত ফলাফলে ৩৮জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উপজেলার শীর্ষ অবস্থানে রয়েছে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। মোট ২০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হয়েছে ১৮৮ জন। বিদ্যালয়টির পাশের হার ৯৪%।
এদিকে পাশের হার বিবেচনায় উপজেলার শীর্ষ অবস্থানে রয়েছে চুন্টা এ সি একাডেমী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির পাশের হার ৯৮.৩৯%, জিপিএ ৫ পেয়েছে ১জন।
উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৭২.০৭%, জিপিএ ৫ পেয়েছে ১০জন। সরাইল সদর উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮৮.২৪%। জিপিএ ৫ প্রাপ্ত কেউ নেই। সামছুল আলম উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮৫.৪৮%, জিপিএ ৫ পেয়েছে ৩জন।
সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৪.৬৪%। জিপিএ ৫ পেয়েছে ১৮জন। শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৬৬.১৮%, জিপিএ ৫ পেয়েছে ১৭ জন।
অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯২.৩৪%, জিপিএ ৫ পেয়েছে ২৮জন।
পানিশ্বর উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮৩.৯৫%। জিপিএ ৫ পেয়েছে ৪জন। দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৬৯.৪০%, জিপিএ ৫ পেয়েছে ১জন। পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় ৯০.৭৯%, জিপিএ ৫ পেয়েছে ৯জন। কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭৯.০১%, জিপিএ ৫ পেয়েছে ২জন। শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৬৭.৭৯%, জিপিএ ৫ পেয়েছে ৫জন। নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮৮.৪৬%, জিপিএ ৫ পেয়েছে ১জন। বেড়তলা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৪.৫৫%, জিপিএ ৫ পেয়েছে ৪জন। সৈয়দা হুছেনা আফজাল বালিকা বিদ্যালয়ে পাশের হার ৮২.২৮%, জিপিএ ৫ পেয়েছে ৮২.২৮%, জিপিএ ৫ পেয়েছে ২জন। আলহাজ্ব নুরুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৮৯.০৬%, জিপিএ ৫ পেয়েছে ৫জন। জয়ধরকান্দি আলীম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৮৫.৭১%, জিপিএ ৫ প্রাপ্ত নেই। এম এ বাশার আইডিয়াল ইন্সটিটিউটে পাশের হার ৮৮.৪১%, জিপিএ ৫ পেয়েছে ২জন। পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ে (ভোকেশনাল) পাশের হার ৮৬.৬৭%, জিপিএ ৫ প্রাপ্ত নেই। সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসায় পাশের হার ৬৮.১৮%, জিপিএ ৫ প্রাপ্ত কেউ নেই। পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসায় পাশের হার ৬৫.৩৮%। জিপিএ ৫ প্রাপ্ত কেউ নেই।
উপজেলার ১৬ টি উচ্চ বিদ্যালয়, ২ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২ টি ভোকেশনাল উচ্চ বিদ্যালয় ও ২ টি মাদ্রাসাসহ মোট ২২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২হাজার ১শত ৫০জন। মোট উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১হাজার ৭শত ৮১জন। উপজেলায় মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ শত ৫০ জন এবং উপজেলায় গড় পাশের হার ৮২.৮৩%।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান স্বাক্ষরিত পত্রে প্রকাশিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি / দাখিল পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে এসএসসি পরীক্ষা-২০২২ এর ফলাফলে জিপিএ ৫ বিবেচনায় উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৮জন জিপিএ ৫ প্রাপ্তির পাশাপাশি ৯৪% শিক্ষার্থী পাশের খবরে সোমবার (২৮ নভেম্বর) বিকালে বিদ্যালয়ে ছুঁটে আসেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর। এ সময় বিদ্যালয় মাঠে সমবেত শিক্ষার্থীদের সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। এ সময় তিনি এসএসসি পরীক্ষার ফলাফলে ৩৮ জন এ প্লাস ও ৯৪% শিক্ষার্থী পাশ করায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষয়িত্রী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন