২৫ বছর পর স্বজদের ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন দুলাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ , ২৪ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
২৫ বছর পর স্বজদের ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন দুলাল
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
মানসিক ভারসাম্যহীন দুলাল ২৫ বছর পর ফিরে পেয়েছেন নিজের স্বজনদের। গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার উজিলাভের মানসিক ভারসাম্যহীন দুলাল ২৫ বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা, কাটানিশার, বাড়িতে থেকেছেন। হঠাৎ তার মধ্যে কিছুটা ভারসাম্য ফিরে আসায়
নিজের গ্রামের নাম ও উপজেলার নাম বলতে থাকেন স্থানীয় লোকদের মাঝে। পরে তেরকান্দা গ্রামের বাসিন্দা স্থানীয় এনজিও সুক এর পরিচালক (কর্মসুচী) সাদেকুর রহমান প্রাণের ব্যাচ-৯৩ গ্রুপে এ বিষয়ে একটি পোস্ট দিলে গাজীপুরে তার পরিবারের সদস্যগণ খবর জানতে পারে। রোববার(২৩ মে) সকালে তেরকান্দা গ্রামে আসেন দুলালের নিকত্বীয়রা। নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান কাজল চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান, এনজিওকর্মী ছাদেকুর রহমান, স্থানীয় সংবাদকর্মী ও গ্রামবাসীদের উপস্থিতিতে দুলালকে পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।
এ সময় দুলালের ভাই আবুল হোসেন, ভাতিজা মানিক মিয়া ও বোন মোছাম্মৎ বেগমসহ তাদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। স্বজনরা জানান, অল্প বয়সেই হঠাৎ করে নিরুদ্দেশ হওয়া দুলালকে এত বছর পর ফিরে পেয়ে তারা খুবই আনন্দিত।
আপনার মন্তব্য লিখুন