১১শতাধিক মসজিদে বাদ জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
১১শতাধিক মসজিদে বাদ জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একযোগে ১১ শতাধিক মসজিদে জুমার নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা বিএনপির আয়োজনে ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের নির্দেশনায় শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম্মা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবীনগরের জননন্দিত নেতা অ্যাডভোকেট এম এ মান্নানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির মুক্তির জন্যও বিশেষ দোয়া করা হয়। সাধারণ মুসল্লিরাও এ কর্মসূচিতে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
নবীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন,“আমাদের নবীনগর উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করেছি। জিয়া পরিবার ও অ্যাডভোকেট এম এ মান্নানের জন্য আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমত ও জনগণের দোয়া আমাদের শক্তি জোগাবে।”
উপজেলার সব ইউনিয়নে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নবীনগরে আয়োজিত এই শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।











আপনার মন্তব্য লিখুন