হরতালে সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১৫ জনের মধ্যে সরাইলে ২জন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিহত ১৫ জনের পরিচয় জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত ১৫জনের মধ্যে সরাইলের ২জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১জন, আখাউড়া উপজেলার ১জন ও সুনামগঞ্জ জেলার ১জন রয়েছে।
নিহত ১৫জনের মধ্যে সরাইলের ২জন হলেন উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর পুত্র আল আমিন ও নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মোজাম্মেল মিয়ার পুত্র লিটন মিয়া। এছাড়া আখাউড়া উপজেলার একজন হলেন মনিয়ন্দ গ্রামের শাহবাজ আলীর পুত্র মাওলানা হোসাইন আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১জনের মধ্যে কলেজ পাড়ার সাগর মিয়ার পুত্র আশেক মিয়া, বুধল পশ্চিমপাড়ার আলী আহমদ এর পুত্র মোঃ কাউছার, শরীফপুর এলাকার ফজলুল হকের পুত্র হাফেজ জুবায়ের আহমেদ, শিমরাইল কান্দি এলাকার মোশাহেদ, মৈন্দ এলাকার জহিরুল ইসলামের পুত্র হাফেজ কাউছার, ছাতিয়াইন নোয়াহাটির মোবারকের পুত্র ফয়সাল, হাড়িয়া এলাকার আব্দুল লতিফ এর পুত্র জহিরুল ইসলাম হক, গোকর্ণঘাট এলাকার রকিব মিয়ার পুত্র আশিক মিয়া, খাটিহাতা এলাকার আলতাফ আলীর পুত্র হাদিস মিয়া প্রকাশ কালন, মজলিশপুর বাকাইল এলাকার জালাল উদ্দিন এর পুত্র কামাল উদ্দিন, সহিলপুর ভূইঁয়াবাড়ির সফিকুল ইসলামের পুত্র রাফিন মিয়া ও সুনামগঞ্জের দিরাই এলাকার বাসিন্দা ও নন্দনপুর বিসিকের শ্রমিক মোঃ বাদল মিয়া।
আপনার মন্তব্য লিখুন