সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই সদস্য নিহত
বার্তা সম্পাদক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , ১৬ মে ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় তুহিনুজ্জামান (৩২) নামে সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) এক সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোগদ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন বাংলদেশ বিমানবাহিনীর একজন কর্পোরাল এবং ডিজিএফআই’র সিলেট শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাইঝপাড়া এলাকার দেলোয়ারের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের (ওসি) মো. হুমায়ূন কবির জানান, বিকালে সিলেট থেকে মোটর সাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন তুহিন। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার গোগদ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তুহিনের মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তুহিনকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে রাতে নরসিংদীতে মারা যান তুহিন। পরে হেলিকপ্টারযোগে তুহিনের লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)
আপনার মন্তব্য লিখুন