স্কুলছাত্রীকে উত্যক্ত করার জের সরাইলে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত: ৪০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , ১৯ জুন ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে। আজ বুধবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে এ সংঘর্ষের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি এলাকার দুই স্কুল ছাত্রী প্রাইভেট থেকে ফেরার পথে একই গ্রামের ফকিরপাড়ার এক যুবক তাদের উত্যক্ত করে। এ সময় একই গ্রামের খন্দকার পাড়ার জনৈক ব্যক্তি এর প্রতিবাদ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে খন্দকার পাড়ার লোকজন ও ফকিরপাড়ার লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। ঘন্টাব্যপি চলমান সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ৪০জন লোক আহত হয়েছে। আহতদের মধ্যে- সরাইল থানার ওসি(তদন্ত) নূরুল হক, এসআই রফিকুল ইসলাম, কনস্টেবল নাজমুল, ইউসূফ, বেলাল, সুমন ও রোকন রয়েছেন। উভয়পক্ষের আহতদের মধ্যে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রাড অনুযায়ী ভর্তি ও চিকিৎসা নিয়েছেন লিমন, মোফাচ্ছেল, আরমান খান, উজ্জ্বল, লিটন মিয়া, সোহেল খা, সুমন মিয়া, রাহিম মিয়া, তারেক মিয়া, রাজু মিয়া, সালাউদ্দিন, রাহাত, ফারুক মিয়া, সুমন মিয়া, কাজল মিয়া, আলম মিয়া, রফিকুল, বেলাল, ফরহাদ মিয়া, হাদিস মিয়া ও খলিল মিয়া। অন্যান্য আহতদের জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন