সৌদিআরব থেকে ঢাকা এসে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সরাইলের সুমন নিহত, বাড়িতে শোকের মাতম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , ৩০ মে ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের মৃত জুরু মিয়ার পুত্র সুমন মিয়া দুই বছর পর সৌদি আরব থেকে ঢাকায় এসে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাতিলধোয়া নামক স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত সুমনসহ তাকে ঢাকা থেকে আনতে যাওয়া আত্বীয়স্বজনদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রে জানা যায়। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, সুমন মিয়া ১৫ বছর ধরে সৌদি আরব থাকেন। দুই বছর পর ছুটি নিয়ে আজ সকালে দেশে ফিরেন। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে ভাগ্নে নাদিম মিয়া ও খালেদ উদ্দিন নামের দুই স্বজনকে নিয়ে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবোর পাতিলধোয়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সুমন মিয়া ও তাঁর দুই স্বজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় খালেদ উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত নাদিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। এদিকে নিহত সুমনের লাশ গ্রামের বাড়িতে পৌছঁলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখতে এলাকার লোকজন ভীড় করেন। এসময় স্বজনদের বুকফাটা কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। অকালে সুমনের এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না তার আত্বীস্বজন ও বন্ধবান্ধব।
আপনার মন্তব্য লিখুন