সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় সরাইলের কবির নিহত, পরিবারে চলছে শোকের মাতম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় সরাইলের কবির নিহত, পরিবারে চলছে শোকের মাতম
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
সৌদিআরবের সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলর কবির মিয়া (৩৫)। কাতার প্রবাসী কবির মিয়া সৌদিআরবে ওমরা পালন শেষে শনিবার সকালে মাইক্রোবাসযোগে কাতার ফেরার পথে সৌদিআরবের সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিহত কবির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের লম্বাভিটা এলাকার কালা মিয়ার পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ৭ ভাই ও ৩ বোনের মধ্যে দ্বিতীয় কবির মিয়া দীর্ঘদিন ধরে কাতারে থেকে ব্যবসা করতেন। গত ৫ বছর আগে দেশে এসে পারিবারিকভাবে তিনি বিয়ে করেন। আকাশ নামে তার রয়েছে ৩ বছরের ফুটফুটে এক পুত্র সন্তান। ছুটিতে দেশে আসার পর গত দেড় মাস আগে তিনি ফের কাতার যান। সেখান থেকে কবির তার বন্ধুদের নিয়ে মাইক্রোবাসযোগে ওমরা করতে সৌদিআরব যান। ওমরা পালন শেষে মাইক্রোবাসযোগে কাতার ফেরার পথে সৌদিআরবের সীমান্তবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমরে-মুচরে গিয়ে ঘটনাস্থলেই কবির মিয়া নিহত হন। গুরুতর আহত অন্যান্যদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
সড়ক দুর্ঘটনায় কবির নিহত হওয়ার খবর গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারে শুরু হয় শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এখানকার আকাশ-বাতাস। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আপনার মন্তব্য লিখুন