সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত সরাইলের রাজুর পরিবারে চলছে শোকের মাতম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , ২ এপ্রিল ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা হাফেজটুলা গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র রাজু মিয়া(২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকাল ৩টায় সৌদিআরবের মক্কারোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতের আত্বীয়স্বজন ও পারিবারিক সূত্রে জানা যায়, সৌদিআরবের সাইনবোর্ড কোম্পানিতে কর্মরত রাজু গাড়ীযোগে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন। বর্তমানে তার লাশ আল খাসিরাহ হাসপাতাল মর্গে রয়েছে। রাজুর অকাল মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবারে চলছে শোকের মাতম। মা-বাবা ও আত্বীয় স্বজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠেছে। ছেলে হারানোর শোকে বার বার মূর্ছা যাচ্ছেন রাজুর মা। শেষ বারের মতো নিজের নারী-ছেঁরা বুকের ধনকে একবার হলেও দেখতে চান তার শোকাহত পিতা-মাতা। পরিবারের বড় ছেলে নিহত রাজুর স্বপ্ন ছিল সৌদিআরব গিয়ে টাকা উপার্জন করে পিতা-মাতার কষ্ট দূর করার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনা। কিন্তু অকালেই রাজুর স্বপ্ন কেড়ে নিল প্রবাসের সেই মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা।
আপনার মন্তব্য লিখুন