সৌদিআরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় সরাইলের বকুল নিহত, বাড়িতে শোকের মাতম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টেয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের রহমত আলীর পুত্র বুকুল মিয়া (৩৫) সৌদিআরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার(১৪আগস্ট) সকাল ১১টায় কাজে যাওয়ার সময় সৌদিআরবের রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বকুল মিয়া নিহত ও চালকসহ ৩জন আহত হন । আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বকুল মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দশ বছর যাবত সৌদিআরবের রিয়াদে রং মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি। সর্বশেষ বকুল মিয়া দেশে এসেছিলেন গত তিন বছর আগে। ইদানিং দেশে আসার কথা থাকলেও আকামার জটিলতার কারনে তিনি দেশে আসতে পারেননি। ২ভাই ও ১বোনের মধ্যে বুকুল মিয়া ছিলেন সকলের বড়। এদিকে নিহত বুকুল মিয়ার স্ত্রী, মো. ইউসুফ মিয়া(৭) ও মো. প্রাহিম মিয়া (৩) নামে দুই পুত্র সন্তান রয়েছে । সরজমিনে গিয়ে দেখা যাই বুকুল মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। বুকুল মিয়ার মা ছোট নাতি প্রাহিমকে নিয়ে কাঁদছেন আর বিলাপ করে বলছেন “বাবা আমার দেশে আসার কথা থাকলেও দারুন আকামার কারণে আসতে পারেনি। আমার বাবা আসবে ঠিকই কিন্তু লাশ হয়ে আসবে।” আর বকুলের বাবা রহমত আলী ছেলেকে হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন। কিছু বলতে পারছেননা, শুধুই কাঁদছেন। অনেক চেষ্টার পর নিহত বকুলের বাবা শুধু এতটুকুই বলেন, বাংলাদেশ এবং সৌদিআরবের সরকারের কাছে আমার অনুরোধ আমার ছেলের লাশ যেন তারাতারি দেশে আনার ব্যবস্থা করে দেন এবং দু’দেশের সরকার যেন আমার ছেলের বিধবা স্ত্রী ও দুটি মাসুম বাচ্চার চলার মতন একটা ব্যবস্থা করে দেন।
আপনার মন্তব্য লিখুন