সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ, পিইসি পরীক্ষায় শতভাগ পাশ, এ প্লাস ৪জন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দটুলা গ্রামে অবস্থিত “সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলের” বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ওপুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(৩১ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহজাহান মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় মেম্বার ওমর আলী, সাংবাদিক রাকিবুর রহমান রকিব, ছাদেক মিয়া, আলহাজ্ব সুলতান উদ্দিন খন্দকার, মিজান মিয়াসহ এলাকার বিশিষ্ট মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন স্তরের লোকজনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য একই তারিখে প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) অত্র বিদ্যালয় থেকে ৪জন শিক্ষার্থী এ প্লাস(জিপিএ ৫) পেয়েছে ও শতভাগ পাশ করেছে। ইতি পূর্বেও বিদ্যালয়টি থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন