সৈইজি”র জন্মোৎসব পালন, মানবিক সরাইল জে বি আয়োজনে পারিবারিক মিলন মেলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ , ১৪ মে ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সৈইজি”র জন্মোৎসব পালন,
মানবিক সরাইল জে বি আয়োজনে পারিবারিক মিলন মেলা
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
শিশুদের গুরুত্ব এবং অসহায় পঙ্গু হতদরিদ্র মানুষকে
জন্মোৎসব বার্ষিকীতে প্রাধান্য দিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান করেছে মানবিক সরাইল জে-বি মানবিক সংগঠন।
সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মোহাম্মদ আলী বিল্লাল এর বাড়ির মাঠ প্রাঙ্গণে শুক্রবার (১৩ মে) বিকালে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানবিক সরাইল জে-বি এর প্রতিষ্ঠাতা জাপান অভিবাসী ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশের একমাত্র পুত্র সন্তান মোহাম্মদ আলী সৈইজির ১২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, দুস্ত, অসহায়, গরীব ও পঙ্গু লোকদের আর্থিক সহযোগিতা ও শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
পান্না সুলতানা( রাজদা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানবিক সরাইল জে-বি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান লস্কর অপু।
আবু শাহরিয়ার মৃধা শুভ পরিচালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আবু শামীম মোহাম্মদ জাবেদ জন্টু, সংগঠনের বিগত সময়ের কর্মকান্ড তুলে ধরেন দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর নবী, সমাপনী বক্তব্য রাখেন পান্না সুলতানা রাজদা।
মানবিক সরাইল জে-বি সহ-সভাপতি কানিজ ফাতেমা স্মৃতি, শিবলু আলম, তোবারক হোসেন, অনিক মৃধা, শিমুল মৃধা, ইসরাত জাহান নিন্মিসহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব। এতে দেশ ও জাতির কল্যাণসহ মোহাম্মদ আলী সৈইজির ও তার পরিবারের মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের সক্রিয় অংশ গ্রহণ। উপস্থিত শিশুদের নিয়ে জন্মোৎসবের কেক কাটা হয়।
শিক্ষনীয় মানবিক সংগঠন মানবিক সরাইল মানুষের জন্য নতুন নতুন মানবিক পরিকল্পনা উপহার দেওয়ার ধারাবাহিকতায় জন্মোৎসবে শিশুদের আনন্দ মেলা এবং অসহায়দের মাঝে নগদ টাকা বিতরণ করে।
সরাইল কালিকচ্ছবাসীর আবেগ, ভালোবাসা ও বিশ্বাসের সংগঠন মানবিক সরাইল নানা প্রতিকূল পরিস্থিতিতেও সাফল্যের সহিত এই মানবিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন