সিনিয়র এএসপি আনিসুর রহমান কে সরাইলে বিদায়ী সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সিনিয়র এএসপি আনিসুর রহমান কে সরাইলে বিদায়ী সংবর্ধনা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোঃ আনিসুর রহমান কে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এডিশনাল এসপি হিসেবে পদন্নতি প্রাপ্ত এই পুলিশ অফিসারকে আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মাহফুজ আলী, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সদস্য ও সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও আওয়ামী যুবলীগ নেতা কাজী আমিনুল ইসলাম শেলভী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাসলিমা খাতুন, শিক্ষক প্রতিনিধি সৈয়দা ফারজানা খানম ও গাজী মোহাম্মদ আব্দুল মাজিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোহাম্মদ আব্দুল করিম।
আপনার মন্তব্য লিখুন