সারা দেশের ন্যায় সরাইলের বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব পালিত, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উল্লাস
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ , ২ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও বই উৎসব পালিত হয়েছে। আজ ০১জানুয়ারী নতুন বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে সরকার প্রদত্ত বিনামূল্যের বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেনে আনুষ্ঠানিকভাবে বই উৎসব পালন করা হয়। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অালহাজ্জ্ব রফিক উদ্দিন ঠাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মো:অাব্দুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার উম্মে ইসরাত, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া, সরাইল উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, স্বাগত ব্যক্তব্য রাখেন, অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাইয়ুব খান, সরাইল একাডেমি সুপার ভাইজার হাসনাত জাহান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য এস,এম ফরিদ, সদস্য মোঃ সুমন পারভেজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক গাজি মোহাম্মদ অাব্দুল মাজিদ।
আপনার মন্তব্য লিখুন