সাবেক ৫ বারের এমপি ও স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইঁয়ার প্রতীক কলার ছড়ি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
সাবেক ৫ বারের এমপি ও স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইঁয়ার প্রতীক কলার ছড়ি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বী ৫ জন প্রার্থীদের মাঝে সোমবার (১৬ জানুয়ারী) প্রতীক বরাদ্ধ দেন। তবে মঙ্গলবার(১৭ জানুয়ারী) দুই জন প্রার্থীর প্রতীক পরিবর্তনের খবর পাওয়া গেছে।
৫ বারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমে ডাব প্রতীক পেলেও পরবর্তীতে প্রতীক পেয়েছেন কলার ছড়ি । সাবেক ২ বারের এমপি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা প্রথমে সিংহ প্রতীক পেলেও পরিবর্তন হয়ে প্রতীক পেয়েছেন আপেল
স্বতন্ত্র প্রার্থী মো.আবু আসিফ আহমেদ প্রতীক বরাদ্ধ পেয়েছেন মোটরগাড়ি। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন দলীয় প্রতীক গোলাপ ফুল।
ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে উক্ত আসনে নির্বাচিত এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া দলীয় সিদ্ধান্তে এমপি পদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। উপনির্বাচনের ঘোষিত তফছিল অনুযায়ী এ আসনে আগামী ১ ফেব্রুয়ারী উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এ উপনির্বাচনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও শেষ পর্যন্ত ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন