সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার বাসায় নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, জেলা আইনজীবি সমিতির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা থেকে ৪বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাসভবনে সরাইল উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার(৩সেপ্টেম্বর) দিবাগত রাতে উপস্থিত নেতা-কর্মীরা সৌজন্য সাক্ষাৎ শেষে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। এ সময় জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ রকিব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা জহির উদ্দিন আহমেদ, বিএনপি নেতা আব্দুল হামিদ ভূইঁয়া, বুধল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আলম মিয়া, জেলা আইনজীবি ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদল নেতা এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সহ-সভাপতি মো: আব্দুল করিম মাস্টার, যুবদল নেতা মো: নুরুল আমিন মাস্টার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোশাহেদ মোল্লা মেম্বার, খসরু নোমান, মোবারক, আহাদসহ অন্যান্য নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ সরাইল উপজেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন প্রসঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় করেন। পরে মোশাহেদ মোল্লা মেম্বার ও খসরু নোমানের নেতৃত্বে সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দল গঠন করতে সকলে ঐক্যমত পোষন করেন এবং সেই লক্ষ্যে কাজ করতে তাদের পরামর্শ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন