৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সাংবাদিক সেলিম পারভেজের পিতার মৃত্যুতে সরাইল প্রেসক্লাবের শোক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ , ৩ জুলাই ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

দীপ্ত টিভির জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাকের আশুগঞ্জ সংবাদদাতা, দৈনিক ২১শে আলো’র সম্পাদক ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম পারভেজের পিতা বিশিষ্ঠ ঠিকাদার মো. সিরাজুল ইসলাম (৭৫) গত শনিবার গভীর রাতে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সেলিম পারভেজের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরাইল প্রেসক্লাব। গত রোববার বাদ যোহর চরচারতলা আলীয়া মাদরাসা মাঠে জানাযা শেষে হলাপাড়া তাদের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। বিকালে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে শোক সস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সহসভাপতি এম এ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, অর্থ সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক শেখ মো. ইব্রাহিম, কার্যনির্বাহী সদস্য মো. আইয়ুব খান, মুক্তিযোদ্ধা যতীন্দ্র মোহন চৌধুরী, সদস্য মোহাম্মদ মাসুদ ও মুরাদ খান প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন