সাংবাদিক রিপনের মাতৃবিয়োগ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের শোক প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা দৈনিক ভোরের কাগজ পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম রিপনের মা জরিনা বেগম (৬০) গত রোববার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকালে জানাজা শেষে উচালিয়াপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
জনপ্রতিনিধি ও সাংবাদিকদের শোক প্রকাশ:
সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক রিপনের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: আবদুর রহমান, সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ। এদিকে আজ সোমবার বিকেলে সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, কার্য নির্বাহী সম্পাদক জুলকার নাঈন, মোহাম্মদ মাসুদ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন