সাংবাদিক মামুনের উদ্যোগে শিকারি থেকে ২৬ অতিথি পাখি অবমুক্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ , ১৮ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সাংবাদিক মামুনের উদ্যোগে শিকারি থেকে ২৬ অতিথি পাখি অবমুক্ত
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিকারিকে ধাওয়া করে ২৬ টি অতিথি পাখি অবমুক্ত করলেন এশিয়ান টেলিভিশন ও ভোরের ডাক পত্রিকার সরাইল প্রতিনিধি সাংবাদিক মো: আল মামুন খান। বুধবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার শাহজাদাপুর বিলে স্থানীয় এলালাবাসীর সহায়তায় তিনি পাখি শিকারীদের ধাওয়া করে শিকারীদের শিকার করা ২৬ টি অতিথি পাখি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অতিথি পাখিগুলো তিনি সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল এর কার্যালয়ে নিয়ে অবমুক্ত করার ব্যবস্থা করেন।
হেমন্তের শেষে এবং শীতের প্রারম্ভে প্রতি বছর উত্তর মেরু, সাইবেরিয়া, ইউরোপ ও এশিয়ার কিছু অন্ঞ্চল এবং হিমালয়ের আশ-পাশের এলাকা থেকে শীতের এই অতিথি পাখি যেমন বালিহাঁস, পাতিহাঁস, পানকৌড়ি, জলপিপি, বক, শামুক কণা, সারস, গাঙ কবুতর, হরিয়াল, নারুন্দি, মানিকজোড়া, বনহুর ইত্যাদি এসে থাকে । কিন্তু অসাধু পাখি শিকারীরা আইন অমান্য করে এসব অতিথি পাখি নির্বিগ্নে শিকার করে পরিবেশ ও জীব বৈচিত্র্যের মারাত্নক ক্ষতি সাধন করে থাকে । অথচ ১৯৭৪ সালের বণ্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালের বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বলা আছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল এবং এক লাখ টাকা অর্থদণ্ড । আবার একই অপরাধের পুনরাবৃত্তি হলে দুই বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা । কিন্তু এরপরও পাখি শিকারীরা থেমে নেই। আইন থাকার পরও এর সঠিক কার্যকারীতা না থাকায় পাখি শিকারি ও ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছেন বলে ধারণা করছেন এলাকার সাধারণ মানুষ । পরিবেশের উপযুক্ত ভারসাম্য সুরক্ষা এবং প্রাকৃতিক জীব বৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে স্থানীয় প্রশাসনকে এ ব্যপারে আরো অধিক তৎপর হওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন