২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সাংবাদিক খোকনের মৃত্যুতে শোকাহত সরাইল প্রেসক্লাব

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ , ১ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

স্টাফ রিপোর্টার, সরাইল নিউজ ২৪.কমঃ

 

পরিশ্রমী, সৎ, সাহসী একজন সাংবাদিকের নাম হুমায়ুন কবির খোকন(৫০)। সদা হাস্যজ্জ্বোল খোকন ছিলেন অত্যন্ত বিনয়ী একজন মানুষ। জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধানপ্রতিবেদক খোকনের সাংবাদিকতার মূল স্তম্ভ দৈনিক মানবজমিন থেকে শুরু। দেশের মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র এশিয়ার প্রথম রঙ্গিন ট্যাবলয়েড মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর হাত ধরে ১৯৯৮ খ্রিষ্টাব্দে পত্রিকাটিতে কাজ শুরু করেছিলেন খোকন। আমাদের সময় পত্রিকায়ও কাজ করেছেন তিনি।গত বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন । মরণব্যধি করোনায় কেড়ে নিল প্রতিভাবান এই সাংবাদিকের প্রাণ। শোক সাগরে ভাসছে গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সরাইল প্রেসক্লাব।

শোক প্রকাশ করেছেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রথম আলোর সরাইল প্রতিনিধি মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী (সাপ্তাহিক পরগণা), সহসভাপতি এম এ মোসা (সম্পাদক পাক্ষিক বাতায়ন), সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান (দৈনিক মানবজমিন), যুগ্ম সম্পাদক সৈয়দ কামরূজ্জামান (দৈনিক সংবাদ), অর্থসম্পাদক আব্দুল করিম (দৈনিক নয়াদিগন্ত),সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন (দৈনিক ইত্তেফাক), সাহিত্য সম্পাদক জহিরূল ইসলাম রিপন (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক শেখ মো. ইব্রাহিম (দৈনিক মানবকন্ঠ), কার্যনির্বাহী সদস্য মো. আইয়ুব খান ( দৈনিক ইনকিলাব), তারিকুল ইসলাম দুলাল (এবিসি নিউজ), যতীন্দ্র মোহন চৌধুরী ( দৈনিক সরোদ), জেসমিন সুলতানা মুসা (বাতায়ন), সাধারণ সদস্য মো. সামছুল আরেফিন (এবিএন ওয়ার্ল্ড), তৌফিক আহমেদ তফছির ( দৈনিক দেশের পত্র) , মোহাম্মদ মাসুদ ( দৈনিক খবর ও বিজয় টিভি)। মুরাদ খান ( চ্যানেল এস), দীপক দেবনাথ ( দৈনিক প্রজন্ম .কম ও ব্রাহ্মণবাড়িয়া নিউজ)।

তারা বলেন, একজন মেধাবী গণমাধ্যম কর্মীর আকস্মিক মৃত্যুতে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। খোকনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন