২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সাংবাদিক খুনের বিচার দাবিতে সরাইল প্রেসক্লাবে প্রতিবাদ সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , ১৬ জুন ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সাংবাদিক খুনের বিচার দাবিতে সরাইল প্রেসক্লাবে প্রতিবাদ সভা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পানহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম এর হত্যাকারীদের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকালে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল করিম, অন্যান্য সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দৈনিক মানবজমিন পত্রিকার জামালপুরের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি, ৭১ টিভি ও বাংলানিউজ২৪ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানি নাদিমকে সংবাদ করার জের ধরে গত বুধবার(১৪ জুন) দিবাগত রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে একই উপজেলার পানহাটি এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামlলা করে গুরুতর আহত করে। এ সময় তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেলা হাসপাতালে পরে অবস্থার অবনতি দেখে গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে দেশের সাংবাদিকদমহলে ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিক নাদিমের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন