সাংবাদিক এমডি জালালের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল, নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ , ২২ এপ্রিল ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সাংবাদিক এমডি জালালের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল, নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, জাতিসংঘের স্থায়ী ডেলিগেট, আমেরিকা ইন্টারন্যাশনাল টেলিভিশনের কান্ট্রি চীফ ও বিবিসি ২৪ নিউজ এর নিবার্হী সম্পাদক এমডি জালাল এর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২১ এপ্রিল) বাদ আছর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফর সঙ্গী হিসেবে সাংবাদিক এমডি জালাল জাপানসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাওয়া উপলক্ষে সকলের দোয়া কামনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি।
এতে ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল- আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী ইসমত আলী, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজারসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ও আলেমসমাজসহ সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক এমডি জালাল মিয়ার পক্ষ থেকে প্রদত্ত নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মাঝে বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন