সাংবাদিক আবেদুর আর শাহীন সড়ক দুর্ঘটনায় আহত, সকলের দোয়া কামনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , ২৮ মে ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের কৃতি সন্তান, সাংবাদিক ও কলামিষ্ট আবেদুর আর শাহীন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার(২৭মে) সকালে মাইক্রোবাসযোগে ঢাকা যাওয়ার পথে নরসিংদী এলাকায় সড়ক দূর্ঘটনার তিনি আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে স্বজনরা তাঁকে সেখান থেকে এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনায় তাঁর পায়ের একটি হাড় ভেঙ্গে গিয়ে পায়ের আঙ্গুল মারাত্বক জখম হওয়ায় আজ বৃহস্পতিবার(২৮মে) দিবাগত রাতে তাঁর পায়ে অস্ত্রপচার করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিৎ করেছেন। পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আবেদুর আর শাহীনের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন