সাংবাদিকদের পাশে আছেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
“সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকের কলমের লেখনীতে উঠে আসে সমাজের নানা অসঙ্গতি, অন্যায়, অত্যাচার ও দুর্নীতিবাজদের চিত্র। নিপীড়িত ও বঞ্চিত মানুষের কথা বলতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিন রাত ছুঁটে চলেন সাংবাদিকরা। সাংবাদিকদের কোনো বিপদ শুনলে ঘরে থাকতে পারি না আমি। ব্যক্তিগতভাবে আমি সাংবাদিকদের শ্রদ্ধা করি, সম্মান করি। জেলা জজ কোর্টের আইনজীবি হিসেবে আমার পেশাগত দায়িত্ব পালনকালে যেকোনো সাংবাদিক আদালত চত্বরে আমার স্মরনাপন্য হলে আমি বিনা পারিশ্রমিকেই সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান করে থাকি। আমি আজীবন সাংবাদিকদের পাশে আছি।”- ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এ কথা বলেন। সড়ক দুর্ঘটনায় আহত সরাইল প্রেসক্লাবের সদস্য ও বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদকে দেখতে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সরাইল হাসপাতালে ছুঁটে যান তিনি। সেখানে গিয়ে তিনি সাংবাদিক মাসুদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় সরাইল প্রেসক্লাবের সদস্য সচিব ও পরগণা পত্রিকার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফসহ বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন