সরাইল ৫০শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ , ১৩ জুলাই ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ৫০শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিভাতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে। জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালের নতুন ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালে কর্তব্যরত লোকজন অগ্নিকান্ডের ঘটনার সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে অগ্নিকান্ডের খবর জানায়। এ সময় কর্তৃপক্ষ সরাইল ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে দ্রুত ঘটস্থলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সকলের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসায় ব্যপক ক্ষয়ক্ষতি থেকে হাসপাতাল রক্ষা পেয়েছে বলে হাসপাতালে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনাস ইবনে মালেক জানিয়েছেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অগ্নিকান্ডের খবরে সংসদ সদস্যসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন