সরাইল সৈয়দটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল কেটে চুরি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , ২০ মে ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইল সৈয়দটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল কেটে চুরি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল কেটে চুরি সংগঠিত হয়েছে। রোববার (১৯ মে) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্র জানায়, প্রতিদিনের মত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শেষে রোববার বিদ্যালয় তালাবদ্ধ করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নিয়মমাফিক বিদ্যালয় ত্যাগ করেন। পরদিন সোমবার (২০মে) সকালে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে এসে বিদ্যালয়ের গ্রিল কাটা দেখেন শিক্ষকগণ। এ সময় বিদ্যালয়ের অফিস কক্ষ তালাবদ্ধ থাকায় অফিসের কোনো মালামাল চুরি না হলেও বিদ্যালয়ের অপর কক্ষে থাকা লক্ষাধিক টাকা মূল্যের দুটি ব্যাটারি ও একটি মোটর চুরি হওয়ার বিষয়টি নিশ্চিৎ হউন শিক্ষকবৃন্দ।
এ ব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার শাপলা মুঠোফোনে চুরি সংগঠিত হওয়ার বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ইতিপূর্বে বিদ্যালয়ের বাহিরে থাকা ছোটো খাটো জিনিস চুরি হলেও এখন বিদ্যালয়ের গ্রিল কেটে লক্ষাধিক টাকা মূল্যের ২ টি ব্যাটারী ও একটি মোটর চুরি হয়েছে। বিদ্যালয়ের অফিস কক্ষ তালাবদ্ধ থাকায় বিদ্যালয় অফিসের কোনো মালামাল চুরি হয়নি। তিনি আরও বলেন, বিদ্যালয়ে চুরির এ ঘটনা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেছি। এ ব্যপারে সরাইল থানায় সাধারণ ডায়রী (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।
আপনার মন্তব্য লিখুন