১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল সৈয়দটুলা পশ্চিমপাড়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র বার্ষিক ইসলামী সম্মেলন সফলভাবে সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

20180929_22562320180929_225652

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র ৫ম বার্ষিক সভা উপলক্ষে ২দিন ব্যাপি কোরআন তাফসির মাহফিল ও ইসলামী মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৮সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর মাদ্রাসা ময়দানে উক্ত ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়ে ২৯সেপ্টেম্বর শনিবার রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়। জামেয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও শিক্ষা সচিব আল্লামা মুফতি সামসুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান তাফসির পেশ করে দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কোরআন,  জামেয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী (দা: বা:)। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুন তেজস্বী বক্তা মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদী। এছাড়া অন্যান্য দেশ বরেণ্য ওলামায়েকেরামগণ উক্ত মাহফিলে মূল্যবান নসীহত পেশ করেন। আখেরী মোনাজাতের পূর্বে প্রধান বক্তা মাদ্রাসার একটি পৃথক হেফজ বিভাগের ঘর নির্মানের জন্য কালেকশন করেন। এ সময় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী দানবীর তরিকুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগের নতুন একটি ঘর নির্মানের জন্য ৫০হাজার টাকা দানের ঘোষনা করেন। মাদ্রাসার মাহফিলের খরচ বাবদ বাংলাদেশ এফ এল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব ফরিদ মিয়া ১০হাজার টাকা, সরাইল বিশ্বরোডের খন্দকার শপিং কমপ্লেক্স  ও মক্কা নিরাপদ অটোর সত্ত্বাধিকারী মো: সেলিম খন্দকার মাহফিল প্রচারের সকল পোস্টার ও হ্যান্ডবিলের মূল্য বাবদ ৭হাজার টাকা ও মাদ্রাসার উন্নয়নে ২হাজার ইট, আব্দুল হেকিম ১হাজার ইট, এমরান খা ৫শত ইট, কবির চৌধুরী আধা বান টিন, মরম সর্দার ৫শত ইট, বাচ্ছু মিয়া ৫হাজার টাকা,  আব্দুল জলিল ১বান টিন, মজনু মিয়া ৫হাজার টাকা, নজরুল মিয়ার পুত্র আশরাফুল ৫হাজার টাকা, আজমত আলী ১হাজার ইট, রাশিদ মিয়া ৫শত ইট, ছোট্ট মিয়ার পুত্র নজরুল ৫হাজার টাকা, আব্দুল আলী ২হাজার ইট, ফরিদ মিয়া ২হাজার টাকা, বাবুল মিয়া ২হাজার টাকা, সোহেল মেম্বার ২হাজার টাকা, মীরজা আলী ২হাজার টাকা, হাফেজ খলিল ২হাজার টাকাসহ অনেকেই ১হাজার, ৫শত করে টাকা দেওয়ার ঘোষবা দেন এবং  আর্থিক সাহায্য করেন। এছাড়া মাদ্রাসার ৩১৩  জনের বদরীন সদস্য সংগ্রহ এর অংশ হিসেবে মাহফিলে মোট ২৬জন মাদ্রাসায় আজীবন বছরে ১হাজার ও ৫শত টাকা দেওয়ার ঘোষনা দিয়ে মাদ্রাসার বদরীন সদস্য হয়েছেন। দোয়ার পূর্বে সংক্ষপ্ত আলোচনায় মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী মোহাম্মদ আব্দুল করিম মাস্টার মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন মাদ্রাসায় ৩১৩জনের বদরীন সদস্য হতে ইচ্ছুক যে কেউ বার্ষিক ৫শত টাকা অথবা তার উপরে দিয়ে যে কেউ দিনের খেদমতের অংশ সিসেবে স্বেচ্ছায় মাদ্রাসার আজীবন বদরীন সদস্য হতে পারবেন। পর্যায়ক্রমে ৩১৩জন সদস্য হওয়ার পর  সকলের নামে মাদ্রাসায় অনার বোর্ড  ও ম্যগাজিন প্রকাশ করার কথা জানান তিনি।  এছাড়া  মাদ্রাসার সার্বিক উন্নয়নে জায়গাদাতা ও অন্যান্য আর্থিক সাহায্যদাতাগণকে ধন্যবাদ জানিয়ে তিনি সকলের দোয়া ও  সার্বিক সহযোগিতা  কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন