সরাইল সৈয়দটুলা নতুন বাজারের উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল সৈয়দটুলা নতুন বাজারের উদ্বোধন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা পশ্চিম হাফিজটুলা নতুন বাজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন বাজারের সত্ত্বাধিকারী সৈয়দটুলা হাফিজটুলার মৃত বাদশা মিয়ার পুত্র মোঃ মিজান মিয়া জানান, গণবসতিপূর্ণ এলাকা হিসেবে সৈয়দটুলা গ্রাম থেকে লোকজন গিয়ে পশ্চিমদিকে খোলামাঠে দিন দিন গড়ে তুলছেন বসতি।
দূরদূরান্ত থেকে সেখানকার জনগণকে নিত্যপণ্য দ্রব্য ক্রয় করে আনতে অনেক কষ্ট ভোগ করতে হয়। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এলাকাবাসীর সাথে পরামর্শ করে আমার ব্যক্তিগত জায়গায় মার্কেট নির্মাণসহ উন্মুক্ত মাঠে মাছ, মাংস, শাক-সবজিসহ নিত্যপণের নতুন বাজার করার উদ্যোগ গ্রহন করেছি। এতে এলাকার লোকজনেরও বেশ সুবিধা হয়েছে। সকলকে উক্ত নতুন বাজারে এসে নিত্যপণ্য দ্রব্য কেনাকাটা করার আমন্ত্রন জানানোর পাশাপাপাশি সার্বিক সহযোগিতা ও দোয়া করার অনুরোধ জানিয়েছেন নতুন বাজারের স্বত্তাধিকারী মোঃ মিজান মিয়া।
আপনার মন্তব্য লিখুন