সরাইল সৈয়দটুলা নজরুল খন্দকারের বাড়িতে যিয়াফত অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল সৈয়দটুলা নজরুল খন্দকারের বাড়িতে যিয়াফত অনুষ্ঠিত
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
হত দরিদ্র লোকজনসহ আলেম-ওলামা, মাদ্রাসা ছাত্র, নিকটাত্বীয় ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে দাওয়াতের মাধ্যমে যিয়াফত বা খতমের (উন্মুক্ত খাবার) আয়োজন করেছেন সৌদি প্রবাসী নজরুল খন্দকার। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ফকিরপাড়ার(পূর্বপাড়া) মোঃ ছোট্ট মিয়া খন্দকারের বড় পুত্র নজরুল খন্দ৷কার নিজ বাড়িতে আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দিনব্যপি উক্ত যিয়াফতের আয়োজন করেন।
সকাল থেকেই শুরু হওয়া উক্ত যিয়াফতে এতিম, অসহায় ও হত দরিদ্র লোকজনসহ আলেম-ওলামা, মাদ্রাসা ছাত্র, নিকটাত্বীয় ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ দফায় দফায় অংশগ্রহন করেন। ইতিপূর্বেও তিনি একাধিকবার এ ধরনের খাবারের আয়োজন করেছিলেন।
এ ব্যপারে নজরুল খন্দকার বলেন, মহান আল্লাহ আমাকে যথেষ্ট পরিমানে অর্থের মালিক বানিয়েছেন। এই অর্থ বিত্তের কিছু অংশ দিয়ে দাদা, দাদি, নানা, নানি ও পূর্ব পুরুষদের রুহের মাগফেরাত কামনায় প্রতিবছরই কোরআন খানিসহ আল্লাহর রাস্তায় দান খয়রাতের পাশাপাশি এ ধরনের যিয়াফতের অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা করে থাকি। মানুষকে খাবার খাওয়ানোর মাঝে আমরা আত্বার প্রশান্তি পেয়ে থাকি। মহান আল্লাহ এইভাবে আর্থিক খরচকে যেন কবুল করে এর উত্তম বদলা দান করেন এই জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন