সরাইল সার্কেল এএসপি মো: মনিরুজ্জামান ফকির ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ট এএসপি সার্কেল নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল (সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগরে নিয়োজিত) মোঃ মনিরুজ্জামান ফকির জেলার শ্রেষ্ট এএসপি সার্কেল নির্বাচিত হয়েছেন। সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগর থানায় তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, চোরাচালান, চোর-ডাকাত, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে মাসব্যাপি বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্টত্বের এ পুরস্কার অর্জন করেছেন। পুলিশ সূত্র জানায়, বুধবার (৩১জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে জেলার বিভিন্ন থানার পুলিশদের উপস্থিতিতে ‘মাসিক কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান, দাঙ্গা-হাঙ্গামাসহ অন্যান্য অপরাধ সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয় এবং আলোচনার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার থানাগুলোর সাফল্য বিবেচনায় শ্রেষ্ট সার্কেল নির্বাচন করা হয় সরাইল সার্কেলে নিয়োজিত এএসপি মোঃ মনিরুজ্জামান ফকিরকে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন