সরাইল সরকারি কলেজের সৌন্দর্য রক্ষার্থে, এইচ.এস.সি ২০১২ ব্যাচের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ উপহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজে পরিবেশ বান্ধব শতাধিক গাছ উপহার দিয়েছেন উক্ত কলেজের এইচ এস সি ব্যাচ-২০১২ শিক্ষার্থীরা। আজ রোববার(১৫সেপ্টেম্বর) কলেজের শিক্ষকমন্ডলীর কাছে গাছগুলো তারা হস্তান্তর করেন এবং পরে শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী কলেজের বিভিন্ন আঙ্গিনায় রোপন করেন। সরাইল কলেজের এইচএসসি-২০১২ ব্যাচের ছাত্র সোহাগ বক্স সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৬ই সেপ্টেম্বর কলেজে মাঠে অনুষ্ঠিত হয়েছিল এইচ.এস.সি ২০১২ ব্যাচের ১ম মিলনমেলা অনুষ্ঠান।
উক্ত মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল বলেছিলেন আমার মনে হয় সরাইল সরকারি কলেজের ইতিহাসে এটাই প্রথম, এত বড় পরিসরে, সুন্দর ও পরিপাটি পুনর্মিলনী বা মিলনমেলা অনুষ্ঠান হয়েছে। তিনি আরও বলেছিলেন যে আমি খুবই আনন্দিত ও অনুপ্রাণিত তোমাদের এই প্রোগ্রামে থাকতে পেরে। প্রধান অতিথির বক্তব্যের এক ফাঁকে তিনি বলেছিলেন, তোমাদের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রকৃতির শ্রেষ্ঠ উপহার হিসেবে কিছু গাছ দিয়ে যেতে পারো। তারই পরিপ্রেক্ষিতে আজ এইচ.এস.সি ২০১২ ব্যাচের পক্ষ থেকে সরাইল কলেজে প্রায় শতাধিক গাছের চারা উপহার দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক শিক্ষিকাসহ ২০১২ ব্যাচের ছাত্র লুৎফুল আলম শ্যামল, পাপন মিয়া, মীর এহসান, মোঃ শামীম মিয়া, সুমন দত্ত সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন