সরাইল সদর ইউনিয়নে ত্রিমুখী লড়াইয়ে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চেয়ারম্যান নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল সদর ইউনিয়নে ত্রিমুখী লড়াইয়ে মোটর সাকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চেয়ারম্যান নির্বাচিত
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে নির্বাচন শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিকাল ৪ টায় ভোট গ্রহন শেষ হয়।
নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দিতায় ছিলেন ৩ জন। নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে ছিলেন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সেলিম খন্দকার, চশমা প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল জব্বার ও মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল জব্বার।
নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী মোটর সাইকেল প্রতীকে ৯ হাজার ১ শত ২৬ ভোট পেয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল জব্বার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার পেয়েছেন ৮ হাজার ২ শত ৭১ ভোট। আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খন্দকার ৫ হাজার ৭ শত ১৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এছাড়া আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউনুছ মিয়া সরাইল সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোতে মোট ২শত ৯ ভোট পেয়েছেন।
সরাইল সদর ইউনিয়নসহ উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংস ঘটনামুক্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াই প্রশাসনসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন