সরাইলে মৃৎশিল্প বিষয়ক মাস ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ , ১০ মে ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাসব্যাপি মৃৎশিল্প বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার(১০মে) সকালে পানিশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দ্বীন ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সরাইল থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল। সরাইল উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে পানিশ্বর ইউনিয়নের পালপাড়ার মৃৎশিল্পের সাথে জড়িত দু:স্থ মহিলাদের পুনর্বাসন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাস ব্যাপি মৃৎশিল্প বিষয়ক প্রশিক্ষণের উক্ত সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা প্রশাসন।
আপনার মন্তব্য লিখুন