সরাইল মুক্ত দিবস ৮ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ , ৯ ডিসেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মুক্ত দিবস ৮ডিসেম্বর। পাকহানাদার বাহিনীকে বীর মুক্তিযোদ্ধারা স-সস্ত্র যুদ্ধের মাধ্যমে সরাইল থেকে এই দিনে বিতাড়িত করে সরাইলকে মুক্ত করেন। ৮ডিসেম্বর শুক্রবার সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল হালিম ও কমান্ডার ইসমত আলী। পরে তাঁরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলীর নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বিশাল র্যালী বের হয়। র্যালীতে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। সকাল সাড়ে ১১টায় শহীদ মিনার চত্বরে কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সভার শুরুতেই জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলমকে সংবর্ধনা প্রদান করেন মুক্তিযোদ্ধা সংসদ ও আবদুল হালিম নেতৃত্বাধীন আওয়ামীলীগ। পরে ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন ও সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসভাপতি শেখ জাফর আহমেদ মুজাহিদ, সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যাপক শাহজাহান আলম সাজু, সাবেক পৌর মেয়র ও জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মহিলা আ’লীগের সভাপতি মিনারা আলম, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, জেলা যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম, সরাইল যুবলীগের সাবেক আহবায়ক মোঃ মাহফুজ আলী ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন