সরাইল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
আজ ৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বর্ণিল সাজে সজ্জিত একটি আনন্দ শোভা যাত্রা বের হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলীর সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী ও মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, সরাইল সার্কেলের এএসপি মোঃ আনিছুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল্লাহ মিয়া, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন