সরাইল মার্কাজুত তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ বোরহান উদ্দিন তামিমের বাংলা ভিশন পুষ্টি কোরআনের আলো প্রতিযোগিতায় সারা দেশে ২য় স্থান অর্জন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ , ১০ জুন ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়য়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত মার্কাজুত তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ বোরহান উদ্দিন তামিম পুষ্টি পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। পবিত্র রমজান উপলক্ষে পুষ্টি কোরআনের আলো আয়োজিত বাংলা ভিশনে গত ২১ রমজান(৭জুন) সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সারাদেশের ৩৬(ছত্রিশ) হাজার হাফেজ ছাত্রের মধ্যে তিনি দ্বিতীয় হয়েছেন। এ সাফল্য অর্জন করায় পুষ্টি পবিত্র কোরআনের আলোর পক্ষ থেকে পুরস্কার হিসেবে তাঁকে নগদ দুই লক্ষ টাকা, বিজয়ী ছাত্র ও তাঁর উস্তাদ হাফেজ ক্বারী জসিম উদ্দিনকে ওমরা হজ্জ্বের টিকেট ও ২টি স্মার্ট ফোন হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিজয়ী ছাত্র হাফেজ বোরহান উদ্দিন তামিমের উস্তাদ ও মার্কাজুত তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী জসিম উদ্দিন(মোবাইল: 01987710980) বলেন, হাফেজ বোরহান উদ্দিন তামিম আমার প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র হিসেবে সারা দেশের হাফেজ ছাত্রদের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় আমি খুব খুশি হয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৩৬হাজার হাফেজ ছাত্রের মধ্যে প্রথমে নির্বাচিত ৩৬জন হাফেজ ছাত্রের মধ্যে আমাদের মাদ্রাসার ৩জন ছাত্র নির্বাচিত হয়। পরে ফাইনালে নির্বাচিত ৬জন হাফেজ ছাত্রের মধ্যে ২জন বাদ পড়ে চূরান্ত পর্যায়ে হাফেজ বোরহান উদ্দিন তামিম দ্বিতীয় স্থান অর্জন করেছে। আমি সকলের কাছে বিশেষভাবে দোয়া প্রার্থী আল্লাহ যেন আমাদের মান মর্যাদা আরো উচ্চ করে দেন। আমরা যেন আরো বেশী বেশী সফলকাম হতে পারি এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা যেন এভাবে সুনাম অর্জন করতে পারে সেইজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
আপনার মন্তব্য লিখুন