সরাইল মার্কাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ এ সারা দেশে দ্বিতীয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ , ২৪ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে অবস্থিত ” মার্কাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস RTV তে প্রচারিত gph ispat আলোকিত হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ এ সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে। পুরুষ্কার হিসেবে তিনি সম্মাননা পেয়েছেন নগদ দুই লক্ষ টাকা সেই সাথে বিভিন্ন স্পন্সর এর পক্ষ থেকে মূল্যবান উপহার পেয়েছেন। মার্কাজুত তাজভীদ ইন্টাঃ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী জসিম উদ্দিন এই সফলতায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বিজয়ী ছাত্র ও ওস্তাদগণকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও যেন বিজয়ের এই ধারা অব্যাহত থাকে সেই জন্য মহান অাল্লাহ পাক যেন তাওফিক দান করেন সেই জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য একই মাদ্রাসার ছাত্র ২০১৮ সালে বাংলাভিশনে হাফেজ বোরহান উদ্দিন তামিম দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার হিসেবে নগদ তিন লক্ষ টাকা সেই সাথে ওমরাহ হজ্জ টিকেট পেয়েছেন। ২০১৯ সালে হাফেজ নিয়ামত উল্লাহ রিদওয়ান RTV তে তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার হিসেবে নগদ এক লক্ষ টাকা সেই সাথে ওমরাহ হজ্জ টিকেট পেয়েছেন। এ ছাড়াও উপজেলা, জেলা, বিভাগীয়, অাঞ্চলিক পর্যায়ে ও বিভিন্ন চ্যানেল যেমন Rtv, Ntv, Bangla Vision, My tv তে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অত্র মাদ্রাসার ছাত্র বিভিন্ন পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনসহ অসংখ্য পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন বলে মাদ্রাসা সূত্রে জানা গেছে। মাদ্রাসায় ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়সহ যে কোনো প্রয়োজনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী জসিম উদ্দীন এর মুঠোফোনে (০১৭৩১০৯৩৯৮৯, ০১৯৮৭৭১০৯৮০) যোগাযোগ করতে অথবা সরাসরি মাদ্রাসা পরিদর্শন করতে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রন জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য লিখুন