সরাইল মহিলা কলেজে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল মহিলা কলেজে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
সরাইল মহিলা কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আসন্ন এইচএসসি পরীক্ষার্থীয় সরাইল মহিলা কলেজ থেকে প্রথমবারের মত শিক্ষার্থীরা অংশগ্রহন করতে যাচ্ছে।
সরাইল মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল। বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মাহফুজ আলী, এম এ মুসা, ফয়সাল আহমেদ, প্রভাষক রুহুল আমীন, অভিভাবক মোজাম্মেল হক পাঠান, বিদায়ী শিক্ষার্থী সাদিয়া রহমান, প্রথম বর্ষের শিক্ষার্থী জেবুন্নেছা মঞ্জিলা প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন