সরাইল মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ , ৩১ অক্টোবর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইল মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার সরাইল মহিলা কলেজ অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য আ’লীগ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোসেন, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, প্রতিষ্ঠাতা সদস্য ও সরাইল সদরের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, প্রভাষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও প্রভাষক মো. শফিকুর রহমান।
আপনার মন্তব্য লিখুন