২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল ভোটযুদ্ধে ১৯জন, চেয়ারম্যান ৭, ভাইস-চেয়ারম্যান ৬, মহিলা ভাইস-চেয়ারম্যান ৬, শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৩১ মার্চে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরাইলে চলছে প্রার্থীদের শেষ মুহুর্তেও প্রচারনা। উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম, ওয়ার্ড, মহল্লা, পাড়াসহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের ভোট চাওয়ার আনুষ্ঠানিকতায় জমে উঠেছে এই নির্বাচন। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বিএনপি দলীয় প্রার্থী না থাকলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের মধ্যে ৩জন প্রার্থী স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করায় এই নির্বাচন তুমুল প্রতিতদ্বন্দী হয়ে উঠেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা করে নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন প্রার্থীগণ। চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শাফি, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, মটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট আইনজীবি এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, চিংড়ী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মুখলেছুর রহমান, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী কাজী জাকির হোসেন, কাপ-পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম প্রতিদ্বন্দীতা করছেন। ভাইস-চেয়ারম্যান পদে টিয়া পাখী প্রতীকে এম এ মজিদ বক্স, থালা প্রতীকে মোঃ আমিন খান, চশমা প্রতীকে জামাল হোসেন, টিউব ওয়েল প্রতীকে জিয়া উদ্দিন জজ মিয়া, উড়োজাহাজ প্রতীকে শেখ আবুল কালাম ও মাইক প্রতীকে মোঃ আবু হানিফ প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাসঁ প্রতীকে রোকেয়া বেগম, প্রজাপতি প্রতীকে শামীমা আক্তার, সিলিং ফ্যান প্রতীকে আমুদা বেগম, পদ্ধফুল প্রতীকে বেবী ইয়াসমিন, ফুটবল প্রতীকে আছমা আক্তার ও কলস প্রতীকে শিরিন আক্তার প্রতিদ্বন্দীতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শাফি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জন নেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করছি। ইনশাল্লাহ আমি চেয়ারম্যান পদে বিজয়ী হব বলে দৃঢ়ভাবে আশাবাদী। ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর বলেন, আওয়ামী লীগের তৃনমূল নেতা-কর্মীদের ভোটে মনোনীত প্রথম প্রার্থী হিসেবে তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণের ভালবাসা সাথে নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। ৩১ মার্চ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে এলাকার জনগণ আমাকে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচন করবেন ইনশাল্লাহ। মটর সাইকেল প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া বলেন, নির্বাচিত ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর পাশে থেকে সকলের ভালবাসা নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছি। ইনশাল্লাহ আমি বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি। আনারস প্রতীকের প্রার্থী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, আইনজীবি পেশায় নিয়োজিত থাকার সুবাধে উপজেলার প্রতিটি ইউনিয়নের জণগনের সেবা করার সুযোগ পেয়েছি। তৃণমূল নেতা কর্মীদের দোয়া ও ভালবাসা নিয়ে মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ চেয়ারম্যান পদে আমিই বিজয়ী হব। এছাড়া অন্যান্য প্রার্থীগণও বিজয়ী হওয়ার আশা নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে কে হচ্ছেন অত্র উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান তা জানতে ৩১ মার্চ নির্বাচনের ফলাফলের দিকে দৃষ্টি রেখেছেন এলাকার জনগণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন