১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল বিশ্বরোড মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সরাইল বিশ্বরোড মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

সরাইল বিশ্বরোড মোড় যানজট মুক্ত রাখতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা এ সব স্থাপনা উচ্ছেদ অভিযান রোববার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান এই অভিযানে সহযোগিতা করেন।

এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানঝটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন