সরাইল বিকাল বাজার কমিটির সেক্রেটারী মরহুম মহরম মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের বিকাল বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মরহুম মহরম মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(১৮ মার্চ) সকাল ৯টায় বিকাল বাজারের বকুলতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল বিকাল বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী আফজাল হোসেনসহ বিকাল বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন স্তরের লোকজন এতে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী এম এ মজিদ বক্স।
আপনার মন্তব্য লিখুন