সরাইল বাজার কমিটির সেক্রেটারী মহরম মিয়া আর নেই, বাদ আছর জানাজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা ফকির পাড়ার কৃতি সন্তান, সরাইল বিকাল বাজার কমিটির সেক্রেটারী মহরম মিয়া(৬৫) আর নেই। আজ শনিবার(১৩ মার্চ) সকাল ৯ টা ৩৫ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার(১৩ মার্চ) বাদ আছর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন